সরকারের রাজস্ব আয়ের অন্যতম প্রত্যক্ষ করের একটি মাধ্যম হলো আয়কর। কোন ব্যক্তির আয় যদি নির্দিষ্ট করে তবে তাকে আয়ের স্তর ভিত্তিতে বিভিন্ন হার অনুযায়ী আয়কর দিতে হবে। এর প্রধান উদ্দেশ্য হল রাজস্ব আয়ের মাধ্যমে সরকারি ব্যয় নির্বাহ এবং দেশের অভ্যন্তরীণ উন্নয়ন। এটি আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যেকোনো প্রকারের কর বা সারচার্য।
আয়কর রিটার্ন কী
আয়কর রিটার্ন হলো সরকার কর্তৃক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফরম যার মধ্যে করদাতা তার আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন। ব্যক্তি শ্রেণির করদাতা ও কোম্পানি করদাতার জন্য আলাদা রিটার্ন করতে হয়। ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন ফরম বাংলা ও ইংরেজি দুই ভাষায় পাওয়া যায়।
আয়কর আইন ২০২৩ অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য দু'টি রিটার্ন রয়েছে,
১)আইটি ঘ (২০২৩)
২) আইটি-১১গ (২০২৩)
আয়কর রিটার্ন কারা দেবেন ?
ব্যক্তি করদাতার আয় যদি বছরে ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি হয় তবে তাকে রিটার্ন দিতে হবে।
মহিলা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের পুরুষ করদাতার আয় যদি বছরে ৪ লাখ টাকার বেশি,
প্রতিবন্ধী করদাতার আয় যদি বছরে ৪
লাখ ৭৫ হাজার টাকার বেশি এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৫ লাখ টাকার বেশি হয় তাহলে তাকে রিটার্ন দিতে হবে।
তবে আয়ের পরিমাণ যাই হোক না কেন কিছু ব্যক্তির ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাদের তালিকা নিচে দেয়া হলো-
১) আয়বর্ষে করযোগ্য আয় থাকলে
২) আয়বর্ষের পূর্ববর্তী ৩ বছরের যে কোনো বছর করযোগ্য আয় নিরূপিত হলে
৩) সিটি করপোরেশন অথবা বিভাগীয় ও জেলা শহরের পৌরসভায় বসবাসকারীদের
৪) একটি গাড়ির মালিক হলে
৫) মূল্য সংযোজন কর আইনে নিবন্ধিত কোন ক্লাবের সদস্য হলে
৬) সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে
৭) ডাক্তার, দন্ত চিকিৎসক, আয়কর আইনজীবী, আইনজীবী চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার অথবা সমজাতীয় পেশায় নিয়োজিত সকল ব্যক্তিবর্গ
৮) চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অথবা কোন ট্রেড এসোসিয়েশনের সকল সদস্য
৯) পৌরসভা, সিটি করপোরেশন অথবা জাতীয় সংসদ নির্বাচনে সকল পদপ্রার্থী
১০) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের ঠিকাদারী কাজে টেন্ডারে অংশগ্রহণকারী সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান।
করদাতা নিজে ছাড়া আর কার মাধ্যমে হাজিরা দিতে পারবেন?
(১) করদাতার বাবা-মা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে অথবা ভাই-বোন।
(২) আইনজীবী, আই টি.পি চাটার্ড একাউন্টেন্ট, কষ্ট এবং ম্যানেজমেন্ট একাউন্টেন্ট।
(৩) করদাতার একজন সার্বক্ষণিক কর্মচারি। এ বিষয়ে আয়কর অধ্যাদেশের ৩২৭ধারায় বিস্তারিত উল্লেখ আছে।
আয়কর কর্তৃপক্ষকে বাধা দেয়ার দণ্ড
আয়কর কর্তৃপক্ষকে কাজে বাধা দেয়া হলে এক বছরের অধিক নয়, এরকম মেয়াদে কারাবরণ বা জরিমানা অথবা উভয় দণ্ড হবে।
No comments:
Post a Comment